ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

কুমিল্লায় বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ৮ আগস্ট ২০২০

কুমিল্লায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ১২ জনকে সেলাই মেশিন ও ২০ জনকে নগদ টাকা প্রদান করা হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি