ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে ৫১ পিস মোবাইলসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ৮ আগস্ট ২০২০

৫১ পিস ভারতীয় মোবাইলসহ মোহাম্মদ বাবু (২৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে সাদিপুর এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক বাবু বেনাপোল বড় আঁচড়া গ্রামের নিলা মিয়ার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক মোবাইল চোরাচালানী ভারত থেকে বিপুল পরিমান মোবাইল এনে সাদিপুর বেলতলা মোড়ে অবস্থান করছে। 

এমন সংবাদে হাবিলদার মোঃ হাবিবের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫১টি ভারতীয় মোবাইলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি