ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু সেতুর প‌শ্চিম রেল‌স্টেশ‌নে মালবাহী ট্রেন লাইনচ‌্যুত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৭, ৮ আগস্ট ২০২০ | আপডেট: ২৩:২৮, ৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সিরাজগ‌ঞ্জের সয়দাবাদ রেল‌স্টেশ‌নে মালবাহী এক‌টি ট্রেন লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে। শ‌নিবার (৮ আগষ্ট) দুপু‌রে দর্শনা থে‌কে গম‌বোঝাই মালবাহী ট্রেন‌টি সেতু প‌শ্চি‌মের সয়দাবাদ স্টেশ‌নের পাঁচ নম্বর লাই‌ন থে‌কে চার নম্বর লাইনে যাওয়ার সময় ট্রেনের সিআর কো‌চের চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। তবে রাত ১০টা পর্যন্ত এখনও ট্রেন উদ্ধার কর‌তে পা‌রে‌নি কর্তৃপক্ষ।
 
বঙ্গবন্ধু সেতু প‌শ্চিম ( সয়দাবাদ) স্টেশন মাষ্টার মো. ইসমাইল জানান, দর্শনা থে‌কে ঈশ্বরদী হ‌য়ে ছে‌ড়ে আসা মালবা‌হি এক‌টি ট্রেন দুপু‌রে সেতুপ‌শ্চিম সয়দাবাদ স্টেশ‌নে আসে। এরপর ট্রেন‌ থে‌কে মালামাল খালা‌সের জন‌্য ট্রেন‌টি ৫নম্বর লাইন থে‌কে চার নম্ব‌রে লাই‌নে যাওয়ার সময় এক‌টি কো‌চের চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। প‌রে ক্ষ‌তিগ্রস্থ ট্রেন‌টি উদ্ধার কাজ শুরু করা হয়। 

তি‌নি আ‌রও জানান, ক্ষ‌তিগ্রস্থ ট্রেন উদ্ধার করার জন‌্য এক‌টি রি‌লিফ ট্রেন রওনা দি‌য়ে‌ছে। রি‌লিফ ট্রেন আসার পরই পু‌রোপু‌রি উদ্ধার কাজ শুরু হবে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি