ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫১, ৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মদিন উপলক্ষে বরিশালে আলোচনা সভা আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সময় গণভবন থেকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে যুক্ত হন।

এসময় বরিশাল জেলায় ৬৬ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ২০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি