ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

বোনকে গলা টিপে হত্যা করল ভাই

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৩, ৯ আগস্ট ২০২০

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজের ছোট বোনকে গলা টিপে হত্যা করেছে আপন বড় ভাই।

ঘটনার পর নিহতের বড় ভাই মো. শফি আলমকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চানন্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব রসুলপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত কুলছুমা আক্তার জিয়াউল হকের মেয়ে। পারিবারিক জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহতের পরিবারে পারিবারিক কলহের জেরে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে গতকাল রাতে পারিবারিক কলহের জেরে বড় ভাই ছোট বোনকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে আজ, শনিবার সকালে চানন্দি ইউনিয়ন থেকে নিহতের আপন বড় ভাই শফি আলমকে আটক করা হয়। নিহতের লাশ ময়নাতদন্ত জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

পুলিশ এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি