ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:২৭, ৯ আগস্ট ২০২০

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সহযোগিতায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক দুলাল তিগ্যা, সদস্য সচিব বিশু রাম মুর্মু, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার সুজন খান ও সাংবাদিক মনসুর আলী প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন,“করোনাভাইরাস মহামারীতে আদিবাসীদের জীবন-জীবিকার সংগ্রাম”এই শ্লোগানে আদিবাসীদের “আদিবাসী হিসেবে” সাংবাবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভুমি কমিশন গঠন এবং করোনা সংকটে আদিবাসীদের জন্য পৃথক প্রনোদনার দাবি জানান।
কেআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি