ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে চা শ্রমিক দম্পতির লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৬, ৯ আগস্ট ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা শ্রমিক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে বৌলাছড়া চা বাগানের শ্রমিক কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অলকা তন্তবায় (৩৫) ও বিপুল তন্তবায় (৪২)।

মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য একই বাগানের বাসিন্দা খোকন কর্মকার জানান, 'তারা ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীর কলহের জের ধরে স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেন স্বমী।'

একই ইউনিয়নের প্রাক্তন চেয়াম্যান ফিরোজ মিয়া জানান, 'খবর পেয়ে সকাল ১০টার দিকে  ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বৌলাছড়া হাসপাতাল লাইনের লেবার কলনিতে বিপুলের ঘরের মেঝেতে তার স্ত্রীর গলাকাটা লাশ এবং ঘরের তীরের সাথে বিপুলের লাশ ঝুলছে।'

বিপুলের বড় মেয়ে সুভা (১৩) পুলিশকে জানায়, 'সে ও তার এক ভাই পাশের কক্ষে শুয়ে ছিল। অন্য কক্ষে তার মা, বাবা ও আড়াই বছরের ছোট বোন ঘুমিয়ে ছিল। সকালে ছোট বোনের কান্না শুনে ঘুম থেকে উঠে দেখি এ অবস্থা।' নিহত অলকা তন্তবায় বৌলাছড়া চা বাগানের নিবন্ধিত শ্রমিক। স্বামী বিপুল তন্তবায়ের বাগানে কাজ ছিল না। 

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা জানান, 'সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। প্রকৃত রহস্য জানতে তদন্ত চলছে। তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।'

এআই//আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি