ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় গাঁজাসহ ৩ যুবক গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০২, ৯ আগস্ট ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় গাঁজাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কলারোয়া-চান্দুড়িয়া সড়কের দমদম এলাকার বিএম নজরুল ইসলামের ইট ভাটার পার্শ্ববর্তী গণপতিপুর জনৈক আব্দুল মাজেদ বিশ্বাসের জয় মুড়ির মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। 

আজ রোববার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থান থেকে উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আজিবর কারিগরের ছেলে আমির হোসেন (৩০), একই গ্রামের আমিনুর কারিগরের ছেলে ইনজামুল হাসান (২২) ও রিয়াজ উদ্দিন কারিগরের ছেলে ইমরান হোসেন কারিগর (২৫)-কে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

ভারত থেকে এসব গাঁজা নিয়ে আসা হয়েছিল বলে আটককৃতরা জানিয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ অফিসার।

এআই//আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি