ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জামালপুরে বন্যার্তদের স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ৯ আগস্ট ২০২০ | আপডেট: ১৭:১৮, ৯ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে জামালপুর জেলা ও সরিষাবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সার্বিক সহযোগিতায় মহাদান ইউনিয়ন, সানাকৈর এলাকায় বন্যাদুর্গত বানবাসী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ সেবার ব্রত নিয়ে বানবাসী অসহায় মানুষের পাশে থাকার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।

 

বক্তব্যে সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবে বিপর্যস্থ জনজীবনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতিতে ও স্বেচ্ছাসেবক লীগ বানবাসী অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে যেকোন দূর্যোগময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী অসহায় দুস্থ মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল সায়েম, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, আনোয়ারুল আজিম সাদেক, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান জনি সহ সরিষাবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি