ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ 

হিলি প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৫, ৯ আগস্ট ২০২০ | আপডেট: ১৮:৪৯, ৯ আগস্ট ২০২০

ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যবসায়ী অশোক কুমার আগরওয়ালা এর মৃত্যুতে আগামী মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কতৃপক্ষ।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, গত ৮ আগষ্ট শনিবার ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার আগরওয়ালা আকষ্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১১ আগষ্ট মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের মাঝে আমদানি রফতানি বাণিজ্য সারাদিন বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশন। সে মোতাবেক রবিবার বিকেলে আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি আমাদের অবহিত করেছেন তারা। 

এদিকে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে আমদানিকরা পণ্য খালাস, ভর্তি, ডেলিভারী দেওয়াসহ সকল কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 
কেআই// 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি