ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে নদীর পানি বিপদসীমার উপরে, দুর্ভোগে বানভাসীরা

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:০৩, ৯ আগস্ট ২০২০

ফরিদপুরের বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করলেও এখনও বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সদর উপজেলার ডিক্রিরচর,অম্বিকাপুর ও নর্থচ্যানেল ইউনিয়নের অধিকাংশ ঘর-বাড়িতে এখনও পানি রয়েছে। পানি নামতে শুরু করলেও বানভাসী মানুষের দুর্ভোগ কমেনি।
 
ডিক্রিরচর এবং অম্বিকাপুর ইউনিয়নের এসব বানভাসি মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন। অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান বারী চৌধুরী উপস্থিতিতে ১নং এবং ২নং ওয়ার্ডের ৭’শ পরিবারকে ১০ কেজি করে চাল এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে ১০লিটার বিশুদ্ব খাবার পানি দেওয়া হয়। 

এছাড়া, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধিন মো. শাহেদের পক্ষ থেকে ডিক্রিরচর ইউনিয়নের ৩’শ পরিবারের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি