ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫২, ৯ আগস্ট ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামে এই  দুর্ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায়, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফের ছোট ভাই মনিরুল ইসলামের ১৮ মাস বয়সী পুত্র রাজিন আনাম বাড়ির পার্শ্বে পুকুরের ধারে বসা অবস্থায় সকলের অলক্ষ্যে গুটুগুটি পায়ে হাঁটতে হাঁটতে পুকুরে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরেই পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খুঁজতে খুঁজতে পুকুরের পানিতে ভাসতে থাকা রাজিনের নিথরদেহ উদ্ধার করে। 

এঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল জানান।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি