ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে নতুন ২১ জন করোনা আক্রান্ত

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৩, ৯ আগস্ট ২০২০

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯ টায়  সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদরে ১১,গাংনীতে ৯ ও মুজিবনগরে ১ জন।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৪০টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নতুন করে ২১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। 

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ২৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪১ জন, মৃত ৮ জন, ট্রান্সফার্ড ২১ জন ও মেহেরপুরে চিকিৎসাধীন রয়েছেন ১০৮ জন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি