ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কমছে আক্রান্তের সংখ্যা,বাড়ছে সুস্থতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০০:২৫, ১০ আগস্ট ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে। প্রতিদিনই বাড়ছে সুস্থতা ও কমছে আক্রান্তের সংখ্যা। হোম কোয়ারেন্টিন, প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনেও রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে। জেলার নাসিরনগর ও বিজয়নগর উপজেলা অনেকটাই করোনামুক্ত হওয়ার পথে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় শনিবার পর্যন্ত মোট ১৯৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৪৫৭ জন। মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৬৮৮ জন আক্রান্তের মধ্যে সুস্থ্য হয়েছেন ৫১৩ জন। মারা গেছেন ১২ জন।
আখাউড়া উপজেলায় ১৭৮ জন আক্রান্তের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯০ জন, মারা গেছেন ৮ জন। বিজয়নগর উপজেলায় ৬২ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৫৪ জন, মারা গেছেন ২ জন। নাসিরনগর উপজেলায় ৮৭ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন, মারা গেছেন ১ জন। 

বাঞ্চারামপুর উপজেলায় ১৪৭ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৮১ জন, মারা গেছেন ৩ জন। নবীনগর উপজেলায় ৩৩৬ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৮৫ জন, মারা গেছেন ৯ জন। সরাইল উপজেলায় ১১১ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন, মারা গেছেন ১ জন। আশুগঞ্জ উপজেলায় ১৫৬জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৯৩জন।  কসবা উপজেলায় ২৩১ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২০২ জন, মারা গেছেন ১ জন।

বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২২২ জন এবং আইসোলেশনে আছেন ৫০২ জন। করোনা পরিস্থিতিতে জেলায় ১৪ হাজার ৭৮৫ জনের নমুনা সংগ্রহ করে ১৪ হাজার ২৪৭ জনের রেজাল্ট দেয়া হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহর সাথে  গত শনিবার রাতে যোগাযোগ করলে তিনি বলেন, এই অবস্থা স্বস্তিকর। তিনি বলেন,‘সাম্প্রতিক সময়ে আক্রান্তের চেয়ে সুস্থতার হার অনেকটাই বেশি। এমন অবস্থা চলতে থাকলে তো আমাদের জন্য স্বস্থিকর। তবে গত ঈদ-উল ফিতরের পর পর যেভাবে বেড়েছে এবারও এমন হবে কি-না সেটা বুঝতে আরো সপ্তাহ খানেক সময় লাগবে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি