ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় ট্রাকের নিচে পড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৯, ১০ আগস্ট ২০২০

সাতক্ষীরার তালায় ট্রাকের নিচে পড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মী নিহত হয়েছেন। তালার মির্জাপুর বাজারের শ্মশানের কাছে মোটরসাইকেল আরোহী এই দুই স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণপদ সমজদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, খুলনার আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী মোটরসাইকেল যোগে রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে সামনে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে মেরে দেয় এবং ট্রাকের তলায় ঢুকে পড়লে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীদ্বয় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে খুলনার (চুকনগর) হাইওয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে ট্রাকটিকে আটক করে চুকনগর নিয়ে যাওয়া হয়। পাটকেলঘাটা থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতরা হলেন, খুলনার বটিয়াঘাটা থানার মোহাম্মদনগর গ্রামের মৃত শেখ আব্দুল লতিফ খানের ছেলে মো. রোকনুজ্জামান লিটু মোল্লা (২৮)। তিনি খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হিসাবরক্ষক। অপরজন হলেন, একই প্রতিষ্ঠানের ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার খুলনার দীঘলিয়া থানার বহ্মগাতি গ্রামের মৃত বেল্লাল হোসেনের ছেলে মো. সাকিব আল হাসান (২৭)। 

এএইচ/ এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি