ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:২৩, ১০ আগস্ট ২০২০

সুনামগঞ্জে চাঞ্চল্যকর নারী গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামী মো. আমির হোসেনকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। আজ সোমবার দুপুরে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

র‌্যার-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারার বাজারের চাঞ্চল্যকর পিতৃহারা অসহায় গার্মেন্টস কর্মী রুবিনা বেগম ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আমির হোসেনকে গতরাতে চাঁদপুরের কচুয়া থানার পালাখাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপরাধী পালিয়ে কচুয়ায় একটি বাসা বাড়িতে ভাড়া থেকে দিনমুজুরের কাজ করত।’

গ্রেফতারকৃত আমীর হোসেন সুনামগঞ্জের দোয়ারা থানার আলীপুর গ্রামের সিদ্দিকি মিয়ার ছেলে।

প্রমঙ্গত, গত ২৬ ও ২৭ মে তার একটি পরিত্যাক্ত ঘরে গার্মেন্টস কর্মী রুবিনাকে আটকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে দোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি