ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুজিববর্ষ উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের বৃক্ষরোপন কর্মসূচি

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫১, ১০ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:৫৭, ১০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। 

সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে গতকাল সোমবার পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় ও পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফলদ, বনজ ওষধী গাছের চারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচী পালন করা হয়।
 
প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। 

এসময় জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) জাহিদ নেওয়াজসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
কেআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি