ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

স্বাস্থ্যবিধি না মানায় মোংলায় ২২ মামলা 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ১০ আগস্ট ২০২০

সরকারি নির্দেশনা অমান্য করে মোংলায় রাস্তাঘাটে মাস্ক না পড়া আর সামাজিক দূরুত্ব না মানায় ২২টি মামলা দায়ের হয়েছে।   পাশাপাশি পাঁচ হাজার একশ টাকা জরিমানা আদায় করা হয়। 

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী। এ সময় স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায়ের নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নয়ন কুমার রাজবংশী। 

তিনি জানান, ‘স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি