ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভোলায় মাছের পোনা অবমুক্তকরণ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ১০ আগস্ট ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ও করোনাকালীন সংকট মোকাবিলায় মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

আজ সোমবার সকালে মৎস্য অফিসের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ ও সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের পুকুরে পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এদিন লালমোহন ও তজুমদ্দিনের প্রায় ২০টি পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করেন তিনি। 

এছাড়াও তজুমদ্দিনে ছাত্রলীগ আয়োজিত ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোন করেন এমপি। এর আগে লালমোহন পৌর পর্ষদের মাসিক সাধারণ সভায় অংশ গ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহনের ইউএনও হাবিবুল হাসান রুমি, তজুমদ্দিনের ইউএনও আল নোমানসহ আরও অনেকে।

এআই//এমবি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি