ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৬, ১০ আগস্ট ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির হয়ে মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ভলাকুট ইউপির খাগালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিন (৭০) ও তার নাতি বায়েজিদ (১১)।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলুস খান পাঠান জানান, সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিনের ছেলের সন্তান বায়েজিদ রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সোমবার সকালে স্থানীয় বাজারে কফিল উদ্দিন নিজের দোকানে গিয়ে দেখেন নাতি বায়েজিদ টিনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছেন। নাতিকে এই অবস্থায় দেখে দাদা কফিল উদ্দিন বাঁচাতে গেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

তিনি আরও বলেন, এ বিষয়ে পরিবার থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দু'জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি