ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভারতের উজানের পানিতে শার্শায় সাড়ে ৩শ`হেক্টর জমি প্লাবিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৮, ১০ আগস্ট ২০২০

যশোরের শার্শা উপজেলার দক্ষিণাঞ্চল ভারতীয় ইছামতি নদীর উজানের পানিতে তলিয়ে গেছে। আউশ আমনসহ তরকারী ফসল পানির নিচে ডুবে রয়েছে। অনেকের বাড়িতে পানি উঠতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, গত ক'দিন ধরে ভারতের ইছামতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি রুদ্রপুর খাল দিয়ে প্রবেশ করে শার্শার দক্ষিনাঞ্চলের মাঠ ঘাট ভাসিয়ে দিয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দক্ষিণের কায়বা, গোগা, বাগআঁচড়া, উলশী ও পুটখালী ইউনিয়নের বিল অঞ্চল তলিয়ে ভেসে গেছে ডাঙা জমির ফসল।

রুদ্রপুর গ্রামের খালধার পাড়ার সিরাজুল ইসলাম জানান, প্রতিদিন আধা ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে বিলে। ইছামতির পানি খাল দিয়ে ঢুকে পড়ছে শার্শায়। খালমুখে  সুইজ গেট থাকলেও তা ক্রটিপূর্ণ। পানি আটকানোর ক্ষমতা নেই তার। 

কায়বা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান জানান, কায়বার ঠেঙামারী, আওয়ালী, গোমর,পান্তাপাড়া, ডেয়ো ও মহিষা বিলের আশপাশের সাড়ে ৩শ' হেক্টর জমি এবছর পানিতে তলিয়ে গেছে। এতে আউশ আমনসহ তরকারি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি উর্ধতন মহলকে জানানো হয়েছে। 
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি