ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিত্রা নদীতে গোসল করতে নেমে লাশ হলেন কলেজছাত্র 

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৪, ১০ আগস্ট ২০২০ | আপডেট: ২০:৫৬, ১০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নড়াইল শহরের চিত্রা নদীর চরেরঘাট এলাকায় গোসল করতে নেমে আবির সিদ্দিক (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। আবির শহরের আলাদাতপুর এলাকার আব্দুল হাই সিদ্দিকি ওরফে লিটন মন্ডলের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সম্মান শ্রেণির (অনার্স) শিক্ষাথী। তার চাচা জুলফিকার আলী মন্ডল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র।

পারিবারিক সূত্রে জানা যায়,সোমবার দুপুরে আবির প্রতিবেশি শিশু তাহসিনকে নিয়ে বাড়ির পাশে চরেরঘাট এলাকায় চিত্রা নদীতে গোসল করতে যান। দু’জনে মিলে সাঁতরে নদীর ওপারে যায়। সেখান থেকে পারে ফেরার সময় শিশু তাহসিনকে নৌকায় পাঠিয়ে দিলেও নিজে সাঁতরে আসতে চান।

এক পর্যায়ে নদীতে নিখোঁজ হয় আবির। এরপর পরিবারসহ স্থানীয় লোকজন আবিরকে খুঁজতে থাকেন। পরে নড়াইল ফায়ার সার্ভিসের সহযোগিতায় খুলনা থেকে ডুবুরি দল এসে প্রায় দুই ঘণ্টা পর তার মৃতদেহ পঙ্কবিলা জেলেপাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি