ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে সকল স্বাস্থ্যকেন্দ্রে সুরক্ষা সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৩৭, ১০ আগস্ট ২০২০ | আপডেট: ২৩:৩৮, ১০ আগস্ট ২০২০

ঠাকুরগাঁও জেলার সকল স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহারের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও উপকরন বিতরণ করা হয়েছে।এই উপলক্ষে সোমবার ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। 

এতে বিশেষ অতিথি জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কমকতা ডা: ফিরোজ জামান জুয়েল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এনরিচ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসীম চ্যাটার্জি, পুষ্টি সমন্বয়কারী আজিজুল হক প্রমুখ।

অনুষ্ঠানে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের এনরিচ প্রকল্পের উদ্যোগে জেলার সকল স্বাস্থ্য কেন্দ্রর জন্য ৮২০টি এপ্রোন, ৬ হাজার ৩'শটি গ্লাভস, ৩১ হাজার ৫'শ টি মাস্ক, ১০ হাজার ১শ’টি সার্জিক্যাল ক্যাপ, ২০টি নেবুলাইজার ও ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি