ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুমেকে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০, ১১ আগস্ট ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা বিভিন্ন উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন থেকে মারা যান। 

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, ‘মৃতরা সবাই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’ 

মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল বারেক (৭০), সদরের সন্ধ্যা বনিক (৭৫), চাঁদপুরের কচুয়ার লাল মোহন সরকার। আর উপসর্গ নিয়ে মনোহরগঞ্জের মকবুল আহমেদ (৮০), চান্দিনার গোলাম মোস্তফা (৫৪) ও চাঁদপুরের হাপানিয়ার সফিকুল ইসলামের মৃত্যু হয়। 

এদিকে কুমেক হাসপাতালে নতুন করে ২৪ জন ভর্তি হয়েছেন। এতে করে ভর্তিকৃত রোগীর সংখ্যা  ১৩৬ জনের পৌঁছেছে। এর মধ্যে ৭ মহিলাসহ আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি