ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় নারী স্বাস্থ্যকর্মীসহ ২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ১১ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী স্বাস্থ্যকর্মী ও উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

কোভিড আক্রান্ত ওই নারী স্বাস্থ্যকর্মী হলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মর্জিনা খাতুন (৫৭)। তিনি বরগুনা জেলার কাউনিয়া উপজেলার পূর্ব কাউনিয়া গ্রামের ইফসুফ আলীর স্ত্রী। আর উপসর্গ নিয়ে মারা গেছেন কলারোয়া উপজেলা সদরের মৃত বদর উদ্দীনের ছেলে রহমত আলী (৫০)। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, ‘গত ১২ জুলাই কোভিড পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে সিনিয়র নার্স মর্জিনা খাতুন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় আইসিইউতে। সেখানেই চিকিৎসাধীন গতরাতে মারা যান তিনি।’

অপরদিকে, ‘জ্বর ও শ্বাসকষ্টসহ কোভিড উপসর্গ নিয়ে গত ৬ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কলারোয়ার রহমত আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও সোমবার রাতে মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে, এখনও রিপোর্ট পাওয়া যায়নি। 

তিনি জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।  ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।’

সাতক্ষীরা সিভিল সার্জন আফিসের তথ্য মতে, ‘কোভিড আক্রান্ত হয়ে জেলায় আজ পর্যন্ত মারা গেছেন মোট ২৪ জন।  এছাড়া উপসর্গ নিয়ে আরও অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি