ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দুই মাসেও উদ্ঘাটিত হয়নি গৃহবধূ ইমা মৃত্যুর রহস্য

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩২, ১১ আগস্ট ২০২০

বরিশালের হিজলায় গৃহবধূ ইমা মৃত্যুর রহস্য দুই মাসেও উদ্ঘাটিত হয়নি। তবে পুলিশের দাবি এটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড তা অচিরেই জানা যাবে।
  
পারিবারিক সূত্রে গেছে, গত ১১ জুন হিজলার টেকের বাজারে ব্যবসায়ী মহসিন রেজার স্ত্রী ইসরাত জাহান ইমা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন। প্রথমে বরিশাল শেরে বাংলা (শেবাচিম) মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় ৭ দিন চিকিৎসা শেষে মারা যান ইমা।

লাশের ময়নাতদন্ত না হলেও মৃত্যুর তিন দিন পর ইমার বাবা শফিকুল ইসলাম মাসুম বাদী হয়ে স্বামীর পরিবারের ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

তবে স্বামী মহসিনের দাবি, ‘ইমার মামাকে ধার দেয়া ১৩ লাখ টাকা শোধ না দিতেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’

আর ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়াার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি