ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ১১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

চলমান করোনা পরিস্থিতিতে সচেতনতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। তবে, করোনা প্রতিরোধে শোভাযাত্রা বা সমাবেশের আয়োজন করা হয়নি।

মন্দির প্রাঙ্গণ পর্যন্তই এবারের জন্মাষ্টমীর উৎসব সীমাবদ্ধ রয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় আনন্দময়ী কালিবাড়ি, রাধামাধব মন্দির, ক্ষিণ কালিবাড়ি, কালভৈরব মন্দিরসহ বিভিন্ন মন্দিরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে গীতাপাঠ ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তিকে দমন করে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায় ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি