ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৮, ১১ আগস্ট ২০২০ | আপডেট: ১৭:২৫, ১১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে মকলেচুর রহমান (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মকলেচুর রহমান মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম জানান,মকলেচুর রহমান সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সকালে ভর্তি হয়েছিলো। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। 

এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের সদস্যরা বিধি মোতাবেক জানাজা শেষে দাফন সম্পন্ন করবে। মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি