ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে বাগেরহাটে জন্মাষ্টমী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৮, ১১ আগস্ট ২০২০

বাগেরহাটে করোনা মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ঘরোয়া আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট শালতলাস্থ কেন্দ্রীয় শ্রী-শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে মঙ্গলদ্বীপ প্রজ্জলন, সমবেত প্রার্থনা ও স্বাস্থ্যবিধি মেনে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

হিন্দু কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ। 

সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অতিথি ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ডিডিএলজি দেব প্রসাদ পাল, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সম্পাদক অবনিশ চক্রবর্ত্তী সোনা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবপ্রসাদ ঘোষ, সম্পাদক এ্যাড. মিলন ব্যানার্জী, সদর থানার ওসি মাহাতাব উদ্দিন,পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, প্রধান শিক্ষিকা ঝিমি মন্ডল, মধু দাম, স্বপন কুমার। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ক্যাব সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবুল সরদার। এদিন বিকেলে গীতা পাঠ প্রতিযোগীতা ও সন্ধ্যায় মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি