সুন্দরবনে অবৈধ প্রবেশের অপরাধে ৯ জেলে আটক
প্রকাশিত : ২১:৩৩, ১১ আগস্ট ২০২০
অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ করে মাছ আহরণের অপরাধে ৯ জেলে আটক করেছে বন বিভাগ। আটককৃত জেলেদের মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বেতমোড় খালের অভয়ারন্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে তাদেরকে আটক করে বন বিভাগ।
এসময় আটককৃতদের কাছ থেকে দুটি নৌকা, ৮টি সান্দি জাল, সোলারসহ মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করে বন বিভাগের সদস্যরা। আটককৃতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শহিদুল ইসলাম তালুকদার (৩০), হাসান মীর (২৮), সাদ্দাম হাওলাদার (২৭), রাসেল মাতব্বর (২৫), রাজু আকন (২৫), রাজু মীর (২৭), আছিব হাওলাদা (৩২), সাদ্দাম মীর (২০) এবং মোঃ মিলন খান (২০)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের অভয়ারন্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিল এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বন রক্ষীরা দুটি নৌকাসহ ৯ জেলেকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন