ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম কারাগারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৯, ১২ আগস্ট ২০২০

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও দায়িত্বরত কারারক্ষীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য, বেসরকারী কারাপরিদর্শক মো.আরিফুর রহমান ৷ গত ৬ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেনের কাছে পাঁচ'শ পিস উন্নতমানের মাস্ক হস্তান্তর করা হয় ৷

এসময় বেসরকারী কারা পরিদর্শক মো. আরিফুর রহমান বলেন,'মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের করোনা মোকাবেলায় যে সাফল্য দেখিয়েছেন তা সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন ৷ আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে এই করোনা মোকাবেলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে যে কোন পরিস্থিতি মোকাবেলা করা আরও সহজ হবে ৷ 

এ সময় কারাগারের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কারারক্ষীদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক প্রদান করায় বেসরকারী কারাপরিদর্শক মো. আরিফুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান সিনিয়র জেল সুপার কামাল হোসেন ৷

মাস্ক হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে বেসরকারী কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন, কারাগারের জেলার রফিকুল ইসলাম, মনজুরুল আলম রিমু উপস্থিত ছিলেন ৷
কে আই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি