ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে আরও ১৫ জন করোনা আক্রান্ত 

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০০:২০, ১২ আগস্ট ২০২০ | আপডেট: ০০:২২, ১২ আগস্ট ২০২০

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদরে ৭,গাংনীতে ৭ ও মুজিবনগরে ১ জন রয়েছে। 

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯৬ জন। এর সুস্থ ১৪৯ জন। মৃত ৮ জন ট্রান্সফার্ড ২১ জন এবং মেহেরপুরে বর্তমানে চিকিৎসাধিন ১১৮ জন। 

সিভিল সার্জন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৪৫টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জন করোনা পজেটিভ। আক্রান্তরা তাদের নিজ নিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা নেবেন। তাদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে।  
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি