ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৫৪, ১২ আগস্ট ২০২০

ওসি মো. শাহাজাহান কবির

ওসি মো. শাহাজাহান কবির

পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর ঘটনায় সদর থানার ওসি মো. শাহাজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
 
পুলিশ হেফাজতে মৃত ব্যক্তির নাম নবী হোসেন। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল। পিতার নাম মৃত আব্দুর শুক্কুর। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে।

এ বিষয়ে ডিআইজি বলেন, গত সোমবার দুপুরে মাদক মামলার পলাতক আসামি নবী হোসেনকে কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় একদল লোক মারধর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার গণপিটুনির হাত থেকে তাকে উদ্ধার করে। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে নবী হোসেনকে থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার বিকালে থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ওসি এএসএম শাহজাহান কবীরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি