ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় করোনাক্রান্ত যুবলীগ নেতার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭, ১২ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুজ্জামানের (৪২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত বদরুজ্জামান দেবহাটা উপজেলার জাহাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান,  ‘করোনা শনাক্ত হওয়ার পর কোভিড নিউমোনিয়া নিয়ে বদরুজ্জামান গত ২৫ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। গতরাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

একই সাথে তার বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। এ নিয়ে জেলায় ভাইরাসটির শিকার হয়ে ২৫ জনের প্রাণহানি ঘটল। 

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি