ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে একজনের মৃত্যু, শনাক্ত আরও ৭ 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪৯, ১২ আগস্ট ২০২০

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও শিশু কনসালটেন্ট এবং রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৫২ জনে দাঁড়িয়েছে। তবে, সুস্থতা লাভ করেছেন ২৯১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ ও রাণীশংকৈলে আক্রান্ত হয়েছেন একজন। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুব্রত সেন জানান, ‘করোনায় আক্রান্ত সদর উপজেলার আদর্শ কলোনীর খয়রুল ইসলাম (৭৫) গতকাল মঙ্গলবার সকালে মারা যান। তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। ’

অন্যদিকে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ‘ঠাকুরগাঁও সদর উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল (৫৪) ও সিনিয়র কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ (৪০) ও তার সহধর্মীণী(৫২), পৌরসভাধীন ইসলামনগর এলাকার ৫৪ বছর বয়সী এক পুরুষ, সদর থানায় আক্রান্ত হয়েছেন এক পুলিশ কর্মকর্তার ৩২ বছর বয়সী স্ত্রী ও রুহিয়া রামনাথ দূর্গা মন্দিরের ৩৫ বছর বয়সী এক শিক্ষিকা।’ 

অপরজন, রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লা আল মনিম (২৯)। 

এআই//এমবি
  
      


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি