ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে শতাধিক দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৮, ১২ আগস্ট ২০২০

কুড়িগ্রামে বেসরকারি সংস্থা সলিডারিটির আয়োজনে শতাধিক দুস্থ এবং অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে খলিলগঞ্জ স্কুল এণ্ড কলেজ চত্বরে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।  

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সলিডারিটির  প্রোগ্রাম ডাইরেক্টর মোর্শেদ বদরুন্নেছা বিথি প্রমুখ।

সহায়তা পান সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের দিন মজুর, হোটেল কর্মী, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্থানান্তরিক কর্মী, ভ্যান-রিকশা চালক, নারী প্রধান পরিবার, গর্ভবতী মা, প্রতিবন্ধি পরিবার, বয়স্ক ও শিশু পরিবার, অসুস্থ ব্যক্তি সম্বলিত শতাধিক পরিবার। 

ত্রাণ সামগ্রীতে রয়েছে চাল ৪০ কেজি, মসুর এবং মুগ ডাল সাড়ে ৪ কেজি, চিড়া আড়াই কেজি, তেল সাড়ে ৪ লিটার, লবণ ১ কেজি ও চিনি এক কেজি। 

এআই//এমবি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি