ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নলছিটিতে করোনা উপসর্গে একজনের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ১২ আগস্ট ২০২০

ঝালকাঠির নলছিটিতে করোনার উপসর্গ নিয়ে কবির হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।

করোনা ওয়ার্ডের চিকিৎসকরা জানায়, জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে নলছিটি উপজেলার করুয়াকাঠি গ্রামের মো. আবদুর রশিদের ছেলে কবির হোসেনকে গতকাল মঙ্গলবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি