ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দোহারে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩২, ১২ আগস্ট ২০২০

ঢাকার দোহার থেকে হেরোইনসহ মো. ফারুক হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে উপজেলার মেঘুলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল উপজেলা নাগেরকান্দা গ্রামের শেখ আব্দুল খালেকের ছেলে।

বুধবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘুলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বেচাকেনার সময় ফারুককে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

আটককৃত ফারুকের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি