ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হরিরামপুরে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ১২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

মানিকগঞ্জের হরিরামপুরে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে এ ত্রাণ বিতরণ করা হয়। 

এসময় স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম টেলিফোনে সংযুক্ত হন। এতে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ গোলাম মহীউদ্দীন। 

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, শোকাবহ আগষ্টে আমরা স্বপরিবারে জাতির পিতা কে হারিয়েছি। তাই শোককে শক্তিতে পরিণত করে অসহায় মানুষের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা প্রাণকৃষ্ণ রায়, মাহমুদ রাজ্জাক অপু, শাহাবুদ্দিন চঞ্চলসহ মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি