ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৪, ১২ আগস্ট ২০২০

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তামিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায়  মহাসড়কের খুটিয়াটলি নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেল আরোহী নিহত যুবক তামিম হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুল হান্নানের ছেলে। সে মোটরসাইকেলে রানীশংকৈল থেকে নেকমরদ যাচ্ছিল। 

এসময় ঘটনাস্থলে খড়ি ভর্তি একটি ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে বিপরীতমুখি একটি ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হলে তামিম জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তামিমকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং সেখানে  যাওয়ার পথে তামিম মারা যায়।

রানীশংকৈল থানার এসআই শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের লোকজনকে পাওয়া যায়নি, তবে ট্রাকটিকে থানায় আটক রাখা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি