ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩২, ১২ আগস্ট ২০২০

ঠাকুরগাঁও জেলার হরিপুরে শ্বশুরবাড়ীতে বেড়াতে গিয়ে কুলিক নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দেড়টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামে।

মৃত আনোয়ার হোসেন (৩৫) উপজেলার হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামের মৃত জামালের মেয়ের জামাই।

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান সাজাহান সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ১২টার দিকে জামাই আনোয়ার হোসেন শ্বশুর বাড়ী বেড়াতে যায়। এরপর ফেকা জাল নিয়ে শ্বশুর বাড়ির অদূরে কুলিক নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে আনোয়ার হোসেন নদীর পানিতে পড়ে ডুবে মারা যায়। এলাকাবাসী প্রায় দুই ঘন্টা চেষ্টা করে তার লাশ উদ্ধার করেন। 

হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, নদীতে ডুবে একজন মারা যাওয়ার ঘটনা তিনি স্থানীয় লোকের মাধ্যমে শুনেছেন। তবে এবিষয়ে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

কেআই//আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি