ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মসজিদের সামনে ব্যবসায়ীকে গলায় ছুরি ঢুকিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ১২ আগস্ট ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জে মফিজুল সরদার (৪৮) নামে এক ব্যবসায়ি ছুরিকাঘাতে খুন হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের কিচমত গড়ঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় স্থানীয় জব্বার সরদারের ছেলে মফিজুল তার বাড়ির অদূরে মুন্সিবাড়ি মসজিদে মাগরিবের নামাজ পড়ে থেকে বের হওয়া মাত্র তার গলায় ছুরি ঢুকিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

এ বিষয়ে নিহতের ভাই তাইজুল সরদার বলেন, পূর্বশত্রুতার কারণে মসজিদের সামনে পরিকল্পিতভাবে মফিজুলকে হত্যা করা হয়েছে। 

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এমন খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি