ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাউফলে বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৯, ১২ আগস্ট ২০২০

পটুয়াখালীর বাউফল ও দশমিনা উপজেলায় ওষুধ কোম্পানিতে কর্মরত হাসনাত সোহাগ (২৫) নামে এক বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার সকালে দশমিনার লক্ষ্মীপুর গ্রামে সড়কের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে সূর্য্যমণির গোয়ালিয়াবাঘা গ্রামের আনিচুর রহমানের ছেলে।

আনিচুর রহমান জানান, সোহাগ মোইলফোনে আগের দিন মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে মোটরসাইকেলযোগে তার শশুড়বাড়ি গলাচিপার উলানিয়ায় যাওয়ার কথা জানায়। এরপর থেকে তার মোবাইফোন বন্ধ থাকায় আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নিয়ে তার সন্ধান পেতে ব্যর্থ হয়ে বিষয়টি দশমিনা থানায় অবহিত করেন।

দশমিনা থানার ওসি মো.ছালাম খান বলেন,‘স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে সড়ক পাশের ডোবা থেকে  মোবাইলফোন ও মোটরসাইকেলসহ উদ্ধারের পর আত্মীয়-স্বজন এসে তার লাশ সনাক্ত করেন। নিহতের বিষয়ে তদন্ত চলছে।’
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি