ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোল জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

প্রকাশিত : ০০:০৬, ১৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল কাস্টমস হাউজের সামনে অভিযান চালিয়ে বুধবার বিকালে ৯৬৪ পিস জাল স্ট্যাম্প ও কোর্ট ফিসহ ৩ জনকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬, ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার কাস্টম অফিসের সামনে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের রুহুল আমিনের ছেলে উজ্জল হোসেন (২৪), গয়ড়া গ্রামের মিজানুরের ছেলে শামীম হোসেন (২৬), ও শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শামছুজ্জামান বিশ্বাসের ছেলে কামরুজ্জামান সুমন (২৩)কে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প ও বাংলাদেশ কোর্ট ফি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে জাল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প ব্যবসার সাথে জড়িত। আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এই ব্যবসা করে আসছে। আসামীদেরকে ও জব্দকৃত মালামালসহ বেনাপোর পোর্ট থানায় হস্তান্তর ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। 
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি