ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হিলিতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০০:২৩, ১৩ আগস্ট ২০২০

দিনাজপুরের হিলিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে ঘন্টাব্যাপী এই প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরে সভায় স্বাস্থ্য বিধি মেনে সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পনসহ বিভিন্ন মসজিদ মন্দির গির্জায় দোয়া মাহফিলের সিন্ধান্ত গৃহীত হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরমেয়র জামিল হোসেন, ওসি ফেরদৌস ওয়াহিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ নাসিম আহমেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীজনেরা।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি