ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ১৩ আগস্ট ২০২০ | আপডেট: ১৭:৪৫, ১৩ আগস্ট ২০২০

বাগেরহাটের মোংলায় সাড়ে সাত’শ গ্রাম গাঁজাসহ মো.হাবিবুর গাজী নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর গাজীকে আটক করে মোংলা থানা পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার (১৩ আগস্ট)  সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক হাবিবুর সাতক্ষীরার আশাশুনি থানার বড়দাল গ্রামের মো. মানিক গাজীর ছেলে। সে মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে চাকরি করেন।  

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত’শ গ্রাম গাঁজাসহ মো. হাবিবুর গাজীকে আটক করা হয়। মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 
কেআই//

তিনি আরও বলেন, ২৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত মোংলা থানা পুলিশের অভিযানে ৭৯ পিচ ইয়াবা, ১ কেজি আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সকল ঘটনায় ১০টি মামলায় ১৪ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি