ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধানক্ষেতে মিলল অটোরিকশা চালকের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৫, ১৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার (১৩ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের পাকা রাস্তার পাশে ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

নিহত মোহাম্মদ আলী (২২) সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার অটোরিকশা চালিয়ে রাতে বাড়ি ফেরেনি মোহাম্মদ আলী। বৃহষ্পতিবার সকালে ফুলকোচা এলাকায় ধানক্ষেতের আইলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি