ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় `মুজিব বর্ষ` উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৩, ১৩ আগস্ট ২০২০

নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে।  পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃহস্পতিবার রানীনগর উপজেলার শ্রীমতখালী খালের বিশ্ব বাঁধের পাশ দিয়ে বৃক্ষরোপন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন,পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মমিনুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান। বছরব্যাপী জেলার বিভিন্ন বেড়িবাঁধের উপর মোট ৩ হাজার ৫'শ ফলদ, ঔষধী ও বনজ গাছ রোপন করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খাঁন। 
এদিকে নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে একই দিন উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ঔষধি গাছের চারারোপণের মধ্যদিয়ে এ কর্মসূচী পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছার মানিক, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সন্তোষ কুমার কুন্ডু, সাপাহার রেঞ্জ বন বিভাগ কর্মকর্তা আমজাদ হোসেন প্রমূখ।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি