ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে নদীভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৪, ১৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়ায় নদীভাঙ্গন কবলিত ২০টি দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় তিনি বলেন, সরকারের সহযোগিতার পাশাপাশি সালমান এফ রহমান এমপির নিজস্ব অর্থায়নে যৌথভাবে এ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। আমরা চাই প্রতিটি অসহায় ও ভাঙ্গন কবলিত মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে যাক।

জয়পাড়া বড়মাঠ সংলগ্ন ভাঙ্গন কবলিত এলাকার দুটি পরিবারকে ঘর নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারি টিন দেওয়ার প্রতিশ্রুতি দেন এই ভূমি কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা খান আব্দুল মান্নান।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি