ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে মুক্তিযোদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩০, ১৩ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুর রশিদ নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মৃত ওই মুক্তিযোদ্ধার বাড়ি জেলার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির জানান, বুধবার সকালে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. শামিম কবির আর ও জানান, মৃতের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মৃতের দাফন কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৪ জন, মারা গেছেন ১৭ জন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি